সর্বত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে: রব

সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) সমাবেশ। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে
ছবি: প্রথম আলো

নারী ও পুরুষ শ্রমিকের মজুরি বৈষম্যের নিরসনের দাবি জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, রাষ্ট্র পরিচালনায় ও কলকারখানায় সর্বত্র শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাঁদের রাজনীতি করতে দিতে হবে। পার্লামেন্টে তাঁদের কথা বলার সুযোগ করে দিতে হবে।

মে দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত শ্রমিক পরিষদের (এসএসপি) সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানান বিভিন্ন সংগঠনের নেতারা।

আ স ম আবদুর রব বলেন, শ্রমিকদের শুধু ২৫ হাজার টাকা মজুরি দিলে হবে না, শ্রমিকের সন্তানদের শিক্ষা ও তাদের নিরাপত্তা দিতে হবে।

মিথ্যা মামলা দিয়ে সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের আন্দোলন থেকে বিচ্যুত করতে চায় বলে সমাবেশে মন্তব্য করেন আ স ম আবদুর রব। তিনি বলেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত শ্রমিক, ছাত্র, যুবকেরা আন্দোলনে না নামবেন, সেই আন্দোলন জয়লাভ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘আমাদের দেশের শ্রমিকেরা ভালো নেই। শ্রমিকদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে ১৫ দিন চলাও দায়। বাকি ১৫ দিন তাঁরা কীভাবে চলবেন? বাজারের যে পরিস্থিতি, শ্রমিকদের দিকে তাকানোর কেউ নেই।’ তিনি বলেন, এখন বাজারে যে নৈরাজ্য, এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমিক ও মেহনতি মানুষ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, এই দেশে এখন পর্যন্ত শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়নি। তিনি বলেন, একটা দেশের উন্নতির প্রধান পরিমাপক হচ্ছে, ওই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। উৎপাদন খাতের যাঁরা মূল কারিগর, শ্রমজীবী মানুষ, তাঁদের ন্যূনতম মজুরি কত? সেটা জাতীয়ভাবে ঠিক হয়েছে কি না?

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক বলেন, রাষ্ট্রের কোনো স্তরে শ্রমিকের কোনো প্রতিনিধিত্ব নেই। শ্রমিকের কোনো অংশীদারত্ব নেই। আজ শুধু তাঁদের ব্যবহার করা হয়।