ঢাবিতে বিএনপির অবরোধের পক্ষে–বিপক্ষে মিছিল, সমাবেশ

বিএনপির তৃতীয় দফায় ডাকা অবরোধের বিরুদ্ধে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ছাত্রলীগ
ছবি: প্রথম আলো

সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে এই কর্মসূচি প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ। আজ বুধবার দুপুরে এ বিক্ষোভ হয়। এর আগে সকালে অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন নিউমার্কেট এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রদল।

ছাত্রলীগের বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। অপর দিকে ছাত্রদলের মিছিলের নেতৃত্বে ছিলেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

আজ সকাল সাতটার দিকে দিকে নিউমার্কেটের শহীদ শাহনেওয়াজ ছাত্রাবাসের ফটক থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পিলখানার ৩ নম্বর ফটকে পৌঁছালে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা এই মিছিলে অংশ নেন।

এদিকে বেলা দেড়টার দিকে ‘হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে’ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মধুর ক্যানটিন থেকে শাহবাগ হয়ে বাংলামোটর মোড় ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ হয়।

অবরোধের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সমাবেশে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘যদি অবরোধ, অগ্নিসন্ত্রাস শেষ না হয়, তাহলে বাংলামোটর থেকে বাংলার ছাত্রসমাজ আর ইউটার্ন নেবে না; রাইট টার্ন নিয়ে এই অগ্নিসন্ত্রাসের কন্ট্রোল সেন্টার পল্টন ঘেরাও করা হবে। শুধু পল্টন নয়, দেশের যেখান থেকেই এই অগ্নিসন্ত্রাসের নির্দেশ দেওয়া হবে, সেখানেই অফিস ঘেরাও করে দেশে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।’