নির্বাচন ঘিরে বড় ধরনের আশঙ্কা নেই

নির্বাচন কমিশন ভবনফাইল ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন ঘিরে বড় ধরনের কোনো আশংকা করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

তবে যেহেতু একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছে, এ জন্য প্রত্যেককেই নিজ নিজ গোয়েন্দা নেটওয়ার্ক আরও সক্রিয় রাখবে, যাতে কোনো ঘটনা ঘটার আগেই তা নিষ্ক্রিয় করা সম্ভব হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আজ বুধবার রাতে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

সচিব বলেন, সব বাহিনী মাঠপর্যায়ে তাদের পরিকল্পনা মোতাবেক কাজ শুরু করে দিয়েছে। সশস্ত্র বাহিনী মাঠে নেমে গেছে। বৈঠকে কোন বাহিনীর কতজন, কোথায় কীভাবে কাজ করছেন, সেই পরিকল্পনা তাঁরা নিজ নিজ জায়গা থেকে কমিশনকে অবহিত করেছেন।

ইসি সচিব বলেন, প্রত্যেকে বলেছেন, এ পর্যন্ত মাঠের পরিস্থিতি ও আইনশৃঙ্খলা–সংক্রান্ত অবস্থা তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তাঁরা আশা করেন নির্বাচনে কোনো সহিংস ঘটনা ঘটবে না। যদি ঘটে, তখন সমন্বিতভাবে সবাই সেটি প্রতিহত করবে।