জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের বাসভবনে এ বৈঠক হয়। বিএনপি নেতারা সেখানে মধ্যাহ্নভোজেও অংশ নেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। অন্যদিকে গোয়েন লুইসের সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশনের দুজন সদস্য বৈঠকে অংশ নেন। বেলা একটায় বিএনপির নেতারা গোয়েন লুইসের বাসভবনে যান। বেলা তিনটার দিকে তাঁরা বের হয়ে আসেন।
এ বিষয়ে শামা ওবায়েদ প্রথম আলোকে বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বিএনপির মহাসচিবকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।