সাবেক সংসদ সদস্য কামাল হায়দারের ইন্তেকাল

কামাল হায়দারছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য কামাল হায়দার মারা গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব নিজ বাসভবনে বার্ধক্যের কারণে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

কামাল হায়দারের জন্ম ১৯৪৭ সালে। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি ন্যাপের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে ১৯৮৬ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। পরে গণফোরাম ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত হন। রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন।

জানাজা শেষে বুধবার নরসিংদীর শিবপুরের বৈলাবো গ্রামে তাঁকে দাফন করার কথা রয়েছে।