দেশজুড়ে ‘এমপি-রাজ’ সৃষ্টি করেছে ক্ষমতাসীনরা: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: ফাইল ছবি

উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি সংসদীয় এলাকায় ক্ষমতাসীনরা ‘এমপি-রাজ’ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ডামি’ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ‘ডামি’ উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আওয়ামী লীগ নেতারাও সুযোগ পাচ্ছেন না। মন্ত্রী-এমপিদের স্ত্রী, ভাই, শ্যালকদের দিয়ে সৃষ্টি করা হচ্ছে ‘এমপি-রাজত্ব’।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাত দিনের ধারাবাহিক কর্মসূচির প্রথম দিনে রুহুল কবির এসব কথা বলেন। এই কর্মসূচিতে তীব্র তাপপ্রবাহে ভুক্তভোগী জনসাধারণের মধ্যে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

রুহুল কবির বলেন, সরকার বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে গণবিরোধী প্রকল্প নিয়েছে। গলাচিপা, বাউফলে কয়লা তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। ক্ষমতাসীন দলের লোকেরা ঢাকার চারপাশের নদী দখল করে ভরাট করেছে। ক্ষমতাসীনদের সৃষ্ট পরিবেশবিরোধী কর্মকাণ্ডের জন্য দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

সরকার লুটপাট চালিয়ে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলেছে দাবি করে বিএনপি এই নেতা বলেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করে জিয়াউর রহমান রেশনিং ব্যবস্থা তুলে নিয়েছিলেন। এই সরকার মুখে স্বয়ংসম্পূর্ণের কথা বলে আবার রেশনিং ব্যবস্থা চালু করেছে। তবে সাধারণ মানুষ এর আওতায় নেই, আওয়ামী গোষ্ঠী এই রেশনিং কার্ডও দলীয়করণ করেছে।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, দেশ আগুনে পুড়ছে, মানুষ অভুক্ত আছে। সরকার বলছে, মানুষ খুব ভালো আছে। জনগণের কোনো কষ্টই তাদের গায়ে লাগে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমিনুল হক, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন প্রমুখ।