পুলিশের অনুমতি না পেয়ে আজ ঢাকায় সমাবেশ স্থগিত করল জামায়াত
জামায়াতে ইসলামী পুলিশের অনুমতি না পাওয়ায় আজ মঙ্গলবার ঢাকায় তাদের সমাবেশের কর্মসূচি স্থগিত করেছে।
দলটির পক্ষে থেকে আজ বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়েছে।
তবে এই সংবাদ সম্মেলন থেকে জামায়াতে ইসলামী ৪ আগস্ট শুক্রবার ঢাকায় সমাবেশের নতুন তারিখ ঘোষণা করেছে। এখন এই নতুন তারিখে সমাবেশের অনুমতি চেয়ে দলটি আবার পুলিশের কাছে আবেদন করবে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, তাঁরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আজ বেলা তিনটায় সমাবেশ করার জন্য সব প্রস্তুতি নিয়েছিলেন। এ সমাবেশের অনুমতি চেয়ে গত ২৫ জুলাই তাঁরা পুলিশের কাছে আবেদন করেছিলেন।
নুরুল ইসলাম উল্লেখ করেন, পুলিশ অনুমতি না দেওয়ায় তাঁরা সংঘাত–সংঘর্ষ এড়াতে আজকের সমাবেশের কর্মসূচি স্থগিত করেন। এখন ৪ আগস্ট শুক্রবার ঢাকাতেই তাঁরা এই সমাবেশ করতে চান। এবার পুলিশ প্রশাসন সমাবেশ করার ক্ষেত্রে সহযোগিতা করবে বলে তাঁরা আশা করেন।
এক দশক পর জামায়াত ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করে গত ১০ জুন। তাদের এই সমাবেশের ব্যাপারে পুলিশ অনুমতি দিয়েছিল।
সরকারের অনুমতি দেওয়া ও জামায়াতের সমাবেশ করার বিষয় নিয়ে সে সময় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হয়।
তবে পরে সিলেট ও চট্টগ্রামে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। এখন দলটি ঢাকায় সমাবেশসহ তিন দিনের কর্মসূচি নিল।