সর্বশেষ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত করল ইসি

তৃতীয় ধাপে সর্বশেষ আজ তিনটি উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ১৯টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। ফলে এই ধাপে কাল বুধবার ৮৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে।

নেত্রকোনার খালিয়াজুরী এবং চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা—আজ এই তিন উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে। খালিয়াজুরী উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ কারণগুলো তুলে ধরা হয়েছে ইসির পক্ষ থেকে।

ঘূর্ণিঝড়ের কারণে এর আগে গতকাল ১৯টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়।

এবার দেশে চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। কাল তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।