খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় স্থায়ী কমিটির সদস্যদের

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্য দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় যান। রাত সাড়ে ১০টায় তাঁরা সেখান থেকে বেরিয়ে আসেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ছিলেন জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও সেলিমা রহমান।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, শুভেচ্ছা বিনিময়কালে দেশের রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি।

শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়ার বাসভবন থেকে বেরিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জমির উদ্দিন সরকার।

দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের বরাত দিয়ে শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, বিএনপির চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বিনিময়ের এই অনুষ্ঠানে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়নি। দলের স্থায়ী কমিটির সদস্যরাও এ নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা বলেননি।