যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম গ্রেপ্তার
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে (মুন্না) গ্রেপ্তার করেছে পুলিশ। যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আজ বুধবার বিকেলে ঢাকায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক আলোচনা সভায় অংশ নেন মোনায়েম ও জাহাঙ্গীর। সভা শেষে ফেরার পথে পুলিশ দুজনকেই গ্রেপ্তার করে।
যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান। তিনি প্রথম আলোকে বলেন, গত ৭ ডিসেম্বর নয়াপল্টন এলাকায় গাড়ি ভাঙচুরের মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। সে কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এস এম জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেন, গ্রেপ্তার আবদুল মোনায়েমের বিরুদ্ধে কোনো মামলা নেই।