বিএনপি নৈরাজ্য করলে প্রতিহত করা হবে: মহিবুল হাসান

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

আন্দোলনের নামে বিএনপি সন্ত্রাস ও নৈরাজ্য করলে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ শনিবার দুপুরে নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবন পরিদর্শনকালে মহিবুল হাসান চৌধুরী এ মন্তব্য করেন। গত ২৯ আগস্ট বিএনপির মিছিল থেকে কাউন্সিলরের ভবনটিতে হামলা করা হয় বলে অভিযোগ রয়েছে।

ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আগুন–সন্ত্রাস চালিয়ে, জীবন্ত মানুষ পুড়িয়ে মেরে, ব্যক্তিগত ও রাষ্ট্রের সম্পদ নষ্ট করে বিএনপি এখন জনবিচ্ছিন্ন দল। তারা কর্মসূচি পালন করতে গেলে ভয়ভীতি এবং রাগ ও ক্ষোভ থেকে তাদের ওপরে সাধারণ মানুষ ক্ষিপ্ত হতে পারে। সে ক্ষেত্রে তারা যদি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করে, তাদের আমরা সহযোগিতা করব।’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিএনপি যদি রাজনৈতিক কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড করার অপচেষ্টা চালায়, তাহলে তাদের আমরা শক্ত হাতে প্রতিহত করব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উদার মানসিকতা ও দয়ার কারণে বিএনপির সাজাপ্রাপ্ত নেত্রী খালেদা জিয়া কারাগারের পরিবর্তে বাসায় আরামে জীবন যাপন করছেন।’

কাউন্সিলরের বাসভবনে হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের মিছিল করার অনুমতি দেওয়া হলো। আপনারা মিছিল করবেন ভালো কথা, কিন্তু সেখান থেকে একজন জনপ্রতিনিধির বাসভবনে কেন হামলা করবেন? এতেই প্রমাণ পায় বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা সব সময় সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির সু্যোগ খোঁজে।’ যদি আবার হামলার চেষ্টা করা হয়, তাহলে প্রতিরোধের সঙ্গে উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন মহিবুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়া, বক্সিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ বাহাদুর, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শাহীন আক্তার, যুবনেতা বখতিয়ার ফারুক, সাবেক ছাত্রনেতা এন মোহাম্মদ প্রমুখ।