পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিলে প্রতিবাদে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ২৯ সেপ্টেম্বর, ঢাকাছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন সমন্বয় কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুস্মিতা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাস। সংহতি বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি শম্পা বসু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূইঞা। সভা পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।

সমাবেশে বক্তারা বলেন, ১৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুনকে রাখা হয়েছিল। কিন্তু ইসলামপন্থী কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তাঁদের বিরুদ্ধে কুৎসা ও মিথ্যা প্রচারণা চালিয়ে আসছেন। তাঁদের চাপে এই কমিটি বাতিলও করা হয়েছে।

এমন অবস্থায় সমাবেশ থেকে কমিটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া আগামী দিনে পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য ছাত্র-শিক্ষক, অভিভাবক, শিক্ষা গবেষক-চিন্তক ও যারা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শিক্ষার দাবিতে লড়াই করছে—এমন ছাত্রসংগঠন নিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়।

আরও পড়ুন