সরকারের পদত্যাগ দাবিতে গণ অধিকার পরিষদের একাংশের পদযাত্রা

‘তত্ত্বাবধায়ক সরকার চাই’ ব্যানারে গণ অধিকার পরিষদের একাংশের পদযাত্রা
ছবি: সংগৃহীত

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে পদযাত্রা করেছেন রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের একাংশের নেতা-কর্মীরা। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় এ পদযাত্রা হয়।

পদযাত্রার আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলটির ভারপ্রাপ্ত সদস্যসচিব ফারুক হাসান বলেন, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে গণ অধিকার পরিষদ বরাবরের মতো মাঠে থাকবে। যত দিন না শেখ হাসিনার পতন হয়, তত দিন বিএনপিসহ বিরোধী দলগুলোর যুগপৎ আন্দোলনে রাজপথে থাকবে গণ অধিকার পরিষদ।

গণ অধিকার পরিষদের এই অংশের যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক ফারাজি বলেন, রাজনৈতিক দলের কর্মসূচিতে সরকারি বাহিনীর তাণ্ডব বিশ্ববাসী দেখেছে।

জনগণকেই তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে মনে করেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান।

সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন।