বাজার নিয়ন্ত্রণে সরকারের হম্বিতম্বি কাজে আসছে না

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট। ঢাকা, ২৪ মার্চছবি: সংগৃহীত

বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের হম্বিতম্বি কার্যকর হচ্ছে না। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি চরম নৈরাজ্যকর রূপ ধারণ করেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সবকিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে।

সীমাহীন বাজার নৈরাজ্য ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ রোববার রাজধানীর শান্তিনগর বাজারে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা এসব কথা বলেন।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা জলি তালুকদার বলেন, সরকারের বজ্র আঁটুনি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তিনি বলেন, দুর্নীতি-লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি চরম নৈরাজ্যকর রূপ ধারণ করেছে।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা অধ্যাপক হারুন উর রশীদ বলেন, সরকারের পৃষ্ঠপোষকতায় মাত্র কয়েকটি গোষ্ঠী একচেটিয়া বাজার সিন্ডিকেট করে সবকিছুর মূল্য নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের উপার্জিত অর্থ পকেট কেটে প্রতিদিন হাজার কোটি টাকা লোপাট করে নিয়ে যাচ্ছে তারা। সরকার লোকদেখানো কিছু সংবাদ উপকরণ সরবরাহ ভিন্ন কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ঢাকা মহানগরের সমন্বয়ক জুলফিকার আলীর সভাপতিত্বে ও সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগরের সমন্বয়ক তৈমুর খান, বাসদ (মার্ক্সবাদী) ঢাকা মহানগরের নেতা রাশেদ শাহরিয়ার, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য হযরত আলী প্রমুখ।