মিরপুরে ভোটকেন্দ্র প্রায় ফাঁকা,নৌকা ছাড়া অন্যদের এজেন্ট নেই

মিরপুরের শেওড়াপাড়ার মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ শাখা-৩ ভোটকেন্দ্রের সামনে দায়িত্ব পালন করছেন নিরাপত্তারক্ষীরা। এখানে ভোটারদের উপস্থিতি ছিল সামান্যছবি: প্রথম আলো

রাজধানীর মিরপুরের অধিকাংশ ভোটকেন্দ্র প্রায় ফাঁকা রয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টায় মিরপুরের পূর্ব শেওড়াপাড়ার মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ শাখা-৩ ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারদের উপস্থিতি সামান্য।

এখানে পুরুষ ও নারী ভোটারদের মোট সাতটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৬ নম্বর বুথটি নারী ভোটারদের। এখানে ভোটারসংখ্যা ৩ হাজার ৩১৫। সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৪০টি। প্রিসাইডিং কর্মকর্তা শামিম রেজা বলেন, শীতের সকালে ভোটারদের উপস্থিতি একটু কম। পাশে ২ নম্বর বুথটি পুরুষদের ভোটকেন্দ্র। এখানে ভোটারসংখ্যা ২ হাজার ৯৪৮। পুরুষদের ভোট পড়েছে আরও কম। নারীদের চেয়ে অর্ধেক।

প্রিসাইডিং কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, এই কেন্দ্রে ২০টি ভোট পড়েছে। শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে।

প্রিসাইডিং কর্মকর্তারা আশা করছেন, বেলা একটু বাড়লে ভোটারদের উপস্থিতিও বাড়বে।

এই কেন্দ্রে ঢাকা-১৫ সংসদীয় আসনের ভোট গ্রহণ চলছে। এই আসনে মোট প্রতিদ্বন্দ্বী আটজন। নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। এই কেন্দ্রে নৌকার পোলিং এজেন্ট দেখা গেছে প্রতিটি বুথেই। একটি মাত্র বুথে দেখা গেছে জাসদের মশাল প্রতীকের পোলিং এজেন্ট। এ ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্টদের এখানে দেখা যায়নি।