সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আগামী নির্বাচন নিয়ে ‘ষড়যন্ত্র’ করার অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটি নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের একটি মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ বিবৃতি দিয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকার ও ইসির বিরুদ্ধে ষড়যন্ত্রের ওই অভিযোগ করেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
গতকাল বুধবার নির্বাচন ভবনে ‘অবাধ ভোটাধিকার, প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনের লিগ্যালিটি (আইনগত দিক) দেখবে, নির্বাচনের লেজিটিমেসি (বৈধতা/ন্যায্যতা) নিয়ে মাথা ঘামাবে না। কে নির্বাচনে এল, কে এল না, সেটা নিয়েও ইসি মাথা ঘামাবে না, ব্যাপকসংখ্যক ভোটার যদি ভোট দেন, তাহলে সেটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন।’
সিইসি কাজী হাবিবুল আউয়ালের এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাসদ। দলটির নেতারা বিবৃতিতে বলেছেন, নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা তাঁর এই কথার তীব্র নিন্দা জানাই। এই নির্বাচন কমিশন বাস্তবে ২০১৪ সালের মতো আরেকটি নির্বাচন বাস্তবায়নের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এক শতাংশ ভোটারের অংশগ্রহণে ভোটের বৈধতা প্রশ্নবিদ্ধ হলেও আইনসম্মত’ বলে সিইসি যে মন্তব্য করেছেন, তারপর এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে যে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না, তা আরও স্পষ্টভাবে ফুটে উঠেছে। নির্বাচন কমিশনের এমন দৃষ্টিভঙ্গি তাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
দলটির পক্ষ থেকে আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসীকে এই সরকার ও তার অনুগত নির্বাচন কমিশনের ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।