নির্বাচন কমিশন প্রহসনের ভোট আয়োজন করছে: এবি পার্টি

রাজধানীর বিজয়নগরে বঞ্চিত ভোটারদের নিয়ে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে এবি পার্টি। ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও কিছু অকার্যকর সুবিধাবাদী রাজনৈতিক দল নিয়ে একতরফা নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলে মনে করে এবি পার্টি।

আজ রোববার বিকেলে রাজধানীর বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে এক প্রতিবাদ সমাবেশে এবি পার্টির নেতারা এ কথা বলেন। বিগত দুটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা বঞ্চিত ভোটারদের নিয়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল ওহাব।

সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ ও বি এম নাজমুল হক, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।

সমাবেশে বক্তারা বিরোধী দলের চলমান রাজনৈতিক কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ ও প্রহসনের নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান। তাঁরা বলেন, নির্বাচন কমিশন সরকারি দলের সাজানো পরিকল্পনায় নির্বাচনের আয়োজন করে দেশকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

বক্তারা বলেন, সবাই জানে এই নির্বাচনে কে কোথায় সংসদ সদস্য হবেন, তা আগেই নির্ধারণ করবে আওয়ামী লীগ। তাহলে দেশের শত শত কোটি টাকা খরচ করে এই ভোটের প্রয়োজন কোথায়, সেই প্রশ্ন তোলেন তাঁরা।