ক্ষমতা হারানোর ভয়ে সরকার উন্মাদ হয়ে গেছে: গণতন্ত্র মঞ্চ

বিরোধী রাজনৈতিক নেতা–কর্মীদের ওপর হামলা–মামলার প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সাত দল ও সংগঠনের এই মোর্চা বলেছে, সারা দেশে বিএনপির সভা-সমাবেশে এবং নেতা–কর্মীদের বাড়িতে ক্ষমতাসীন দলের লোকজন ও পুলিশ বাহিনীর হামলা ও গ্রেপ্তার প্রমাণ করছে ক্ষমতা হারানোর ভয়ে সরকার উন্মাদ হয়ে গেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় ধর্মীয় অবমাননার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা প্রীতম দাশের মুক্তি দাবি করেছে গণতন্ত্র মঞ্চ। শনিবার মঞ্চের ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের এক মতবিনিময় সভায় এই দাবি তুলে ধরা হয়। ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, জেএসডির সহসভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুর রহমান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।

সভায় বক্তারা বলেন, চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সমর্থন দিয়ে সংহতি সমাবেশ করায় প্রীতম দাশকে গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল পুলিশ। প্রীতমের ওপর হওয়া এই জুলুম ন্যায়ের পক্ষে কাজ করা সব মানুষের ওপর জুলুম, যা ক্ষমতা কুক্ষিগত রাখতে সরকারের নোংরা রাজনীতির জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে।

সারা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলোর সভা–সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়ে সভায় নেতারা বলেন, গতকাল নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে হামলা হয়েছে। এতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সসহ অনেকেই আহত হয়েছেন।