গণ-অবস্থান কর্মসূচির নামে বিএনপিসহ সরকারবিরোধীরা সহিংসতা করলে তা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে ‘সতর্ক পাহারা’য় রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সতর্ক পাহারার অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর অন্তত পাঁচটি এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর, যুবলীগ ও ছাত্রলীগ।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মিরপুরের শাহ আলী মাজারের পাশে সমাবেশ করছে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, ফার্মগেটে উত্তর যুবলীগ। আর রাজধানীর শাহবাগে সমাবেশ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে কদিন ধরেই বলা হচ্ছিল, বিএনপির গণ-অবস্থান কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে তারা আজ মাঠে থাকবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে যোগ দিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুস সবুর। সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের যোগ দেওয়ার কথা রয়েছে। সমাবেশে অংশ নেওয়া নেতারা বক্তৃতা দিচ্ছেন। তাঁরা বিএনপিকে আক্রমণ করে নানা কথা বলছেন।

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সমাবেশটি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভার ব্যানারে।

বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশে যোগ দিচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের স্থানটি ইতিমধ্যে নেতা-কর্মীতে ভরে গেছে। সমাবেশের কারণে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।