লুটপাট, অর্থ পাচার বন্ধ হলে শ্রমিকদের ন্যায্য মজুরি সম্ভব: ইনু

মহান মে দিবস উপলক্ষে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়ছবি: জাসদের সৌজন্যে

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট, অপচয় বন্ধ করতে পারলে শ্রমিক-কর্মচারীদের ন্যায্য মজুরি দেওয়া সম্ভব।

আজ বুধবার মহান মে দিবস উপলক্ষে জাসদের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের উদ্যোগে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জাসদ চত্বরে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, নিত্যপণ্যের উচ্চমূল্য শ্রমিক ও দেশের জনগণের জন্য অভিশাপ। জনগণকে এ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। তিনি দুর্নীতি, লুটপাট, বিদেশে টাকা পাচার, ব্যাংকের টাকা লোপাট ও অপচয় বন্ধ করে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, স্বাধীনতার এত বছর পরেও কর্মস্থলে নারী ও পুরুষ শ্রমিকের সমকাজে সমমজুরি নিশ্চিত করা যায়নি।

সমাবেশে জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল তাঁদের বক্তব্যে বাজারদর ও জীবনযাপন অনুযায়ী জাতীয় ন্যূনতম মজুরি আইন বাস্তবায়ন, দুর্যোগে কর্মহীন শ্রমিকের জন্য আইনি কাঠামো তৈরি, শিল্প–কলকারখানায় রেশনিং ব্যবস্থা চালু করা, কর্মক্ষেত্রে নারীর প্রতি সহিংসতা বন্ধ করার দাবি জানিয়েছেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার খোরশেদ, সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, দপ্তর সম্পাদক রাজীব আহমেদ প্রমুখ। সমাবেশ শেষে মিছিল করা হয়।