যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে: এবি পার্টি

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে দীর্ঘ মেয়াদে একটি পরিবর্তন আনতে পারে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে দলের আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী ও সদস্যসচিব মজিবুর রহমান এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের কয়েকটি ধারা অনুযায়ী, নতুন ভিসা নীতিতে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিরা ভিসা পাবেন না। এই নীতি অনুসরণ করা হলে দীর্ঘ মেয়াদে নির্বাচনী সংস্কৃতিতে একটা পরিবর্তন আসতে পারে বলে আমরা বিশ্বাস করি।’

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়, কারা গত ১০ বছর যাবৎ বাংলাদেশে এই অপকর্মগুলো করছে, সেই তথ্য ও প্রমাণ দেশের সীমানা পেরিয়ে এখন দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছে। এ সবকিছু গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে।

বিবৃতিতে এ দুই নেতা বলেন, ‘যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী দেশগুলো বারবার বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে আসছিল। যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি তারই গুরুত্বপূর্ণ প্রতিধ্বনি বলে আমরা ধারণা করছি। যদিও এটা খুবই দুঃখজনক যে বন্ধুপ্রতিম রাষ্ট্রের এ রকম ভিসা নীতি আমাদের দেশের জন্য অবমাননাকর।’

আরও পড়ুন
আরও পড়ুন