দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দৃষ্টি সরাতে চাইছে সরকার

আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীছবি: সংগৃহীত

সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর অংশ হিসেবে ছাত্রলীগকে দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিলে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোয় সব ধরনের অনুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ সাড়ম্বরে উপস্থিত হচ্ছেন। অথচ ইফতার মাহফিলে হামলা হচ্ছে।


আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ইসলামকে ব্যবহার করে, আবার কখনো ছুড়ে ফেলে দেয় বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। অভিযোগ করে তিনি বলেন, দেশবাসী ভোট, সংসদ হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে। শেষমেশ দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধও হারাতে বসেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য ‘সরকারের ব্যর্থতা আড়ালে ধূম্রজাল সৃষ্টির অপকৌশল’ বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘পুলিশ আপনাদের, র‌্যাব আপনাদের, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাদের, আর আপনি (ওবায়দুল কাদের) বলছেন, বিএনপি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ওবায়দুল কাদের সাহেব আপনি যতই চিৎকার করেন, দেশবাসীর কাছে এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের অপর নাম সিন্ডিকেট আর লুটপাট।’

রিজভী বলেন, ‘আপনি (ওবায়দুল কাদের) এসব কথা বলে...এখন যে দ্রব্যমূল্য হু হু করে দাম বাড়ছে, নিম্ন আয়ের মানুষ একেবারে রাস্তার মধ্যে ধুলার মধ্যে মিশে গেছে। আপনি এগুলো আড়াল করতে চান এসব কথা-বার্তা বলে…ধূম্রজাল সৃষ্টি করে এতে কোনো লাভ হবে না। জনগণ সবই জানে, জনগণ সবই দেখছে।’

আবার জিয়া পরিবারকে নিশানা করেছে সরকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়াউর রহমানের পরিবারের বিরুদ্ধে সরকারনিয়ন্ত্রিত কয়েকটি গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান রহুল কবির রিজভী। তিনি বলেন, ডামি নির্বাচনের পর ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে। আবারও তারা গণমাধ্যমকে কবজায় নিয়ে তারেক রহমান সম্পর্কে কুৎসা রটিয়ে মিথ্যা ও বানোয়াট প্রোপাগান্ডায় নেমেছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা মহাপরিকল্পনা বাস্তবায়নে নেমেছে।

কিছু গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা না করে শুধু সরকারের শীর্ষ কর্তাদের মনতুষ্টির জন্য তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা যেন রীতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, গতকালও (বৃহস্পতিবার) একটি দৈনিকের অনলাইনে এ ধরনের একটি প্রতিবেদন করা হয়েছে বলে জনগণ বিশ্বাস করে।

তারেক রহমানকে ‘ডামি সরকারের’ বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর অভিহিত করে রিজভী বলেন, ‘দুর্নীতিতে বিশ্ব মিডিয়ায় শিরোনাম হওয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলনের নির্ভীক নেতৃত্ব তারেক রহমানকে নিয়ে অসত্য অপপ্রচারে মানুষ কখনোই বিভ্রান্ত হয়নি। গণমাধ্যম যে নিজেদের রক্ষায় তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা রটাচ্ছে, সে সম্পর্কে জনগণ ওয়াকিবহাল। ডামি সরকারের প্রভাবিত মিডিয়ায় অপপ্রচারের ধূম্রজাল সৃষ্টিতে তারেক রহমানের কোনো ক্ষতি হবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ও মামুন আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।