আট দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা আতিক

আতিকুর রহমান

আট দিন আগে নিখোঁজ ছাত্রদল নেতা আতিকুর রহমানের (রাসেল) খোঁজ পাওয়া যায়নি এখনো। তাঁর পরিবার সংশ্লিষ্ট থানা-পুলিশ, হাসপাতাল, র‍্যাব, গোয়েন্দা সংস্থা—সব জায়গায় খোঁজ নিয়েছে। কোথাও তাঁর হদিস নেই। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, আতিককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে। তিনি গোয়েন্দা হেফাজতে আছেন।
রাজধানীর পুরান ঢাকার আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে ১ জুলাই আতিকুর রহমান নিখোঁজ হন। গত আট দিনে আতিকের সন্ধানে তাঁর বাবা, দুই বোন পাগলপ্রায়। নিখোঁজ আতিকুর রহমান ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি। হঠাৎ করে কেন তাঁর এই নিরুদ্দেশ, তা নিয়ে সংগঠনে চলছে নানা আলোচনা।

আতিকুর রহমানের বোন তানিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘নিখোঁজ হওয়ার দিন সন্ধ্যা ৬টায় ভাইয়ার সঙ্গে বাবার শেষ কথা হয়। আমার বাসায় আসার কথা ছিল ভাইয়ার। আসতে দেরি হওয়ায় বাবা ফোন দেওয়ার পর দেখা যায় ফোন বন্ধ। আর কোনো খবর নেই। গত তিন দিন হঠাৎ হঠাৎ তাঁর ফোন অনলাইনে দেখা যায়। অনেকবার ফোন করে ও মেসেজ পাঠিয়েও কোনো রেসপন্স নেই।’
আতিকুর রহমানের পারিবারিক সূত্র জানিয়েছে, তাঁদের গ্রামের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নে। তিনি রাজধানীর লালবাগে একটি ভাড়া বাসায় মেস করে থাকতেন। তাঁর দুই বোনও ঢাকায় থাকেন। আতিকের মা নেই। আতিক নিখোঁজ হওয়ার আগের দিন মেয়ের বাসায় এসেছিলেন বাবা মো. আবুল হোসেন সরদার। কিন্তু ঢাকায় এসে ছেলের দেখা পাননি। ছেলের সন্ধান চেয়ে আবুল হোসেন সরদার রাজধানীর লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। এর পর থেকে তিনি ছেলেকে খুঁজে পেতে থানা-পুলিশ, হাসপাতাল, র‍্যাব, গোয়েন্দা সংস্থার দ্বারে দ্বারে ঘুরছেন।

আতিকের জন্য সংবাদ সম্মেলন

আতিকুর রহমানকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ১ জুলাই আতিকুর রহমানকে গোয়েন্দা পরিচয়ে তুলে নেওয়া হয়। তাঁকে যে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে, তা অনেকে দেখেছেন এবং তিনি গোয়েন্দা হেফাজতে রয়েছেন। কিন্তু আট দিন অতিবাহিত হলেও এখনো আতিকুর রহমানকে তাঁর পরিবার বা আদালতে হস্তান্তর করা হয়নি। এ ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও মর্মস্পর্শী বলে উল্লেখ করেন রিজভী।

আরও পড়ুন

বিএনপির এই নেতা বলেন, দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থা অতিক্রম করছে। মানুষের অধিকারগুলো দখলদার সরকার রাষ্ট্রশক্তি একের পর এক হরণ করছে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নিখোঁজ আতিকুর রহমানসহ ছাত্রদলের পদবঞ্চিত চার নেতাকে হঠাৎ করে সাদাপোশাকে তুলে নেওয়া এবং আরও দুই নেতাকে গ্রেপ্তারে তাঁদের বাসা-বাড়িতে খোঁজাখুঁজির ঘটনা নিয়ে ৫ জুলাই প্রথম আলোর অনলাইনে ও পরদিন ছাপা পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।