অবশ্যই ২০২৫–এর মধ্যে নির্বাচিত সরকার প্রয়োজন: সিপিবি

সিপিবির লোগোফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ভাষণে নির্বাচনের যে সময় বলা হয়েছে, তা নিয়ে হতাশা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘উনি (প্রধান উপদেষ্টা) কী কারণে এপ্রিল মাসে নিয়ে যেতে চাইলেন, আমাদের কাছে বোধগম্য নয়।’

আজ শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ভাষণের পর প্রথম আলোকে এমন প্রতিক্রিয়া জানান রুহিন হোসেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যেকোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

এ বিষয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল যা চায়, তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। কারণ, আমরা পরিষ্কার করে বলেছি, অবশ্যই ২০২৫-এর মধ্যে নির্বাচিত সরকার প্রয়োজন।’

সিপিবির সাধারণ সম্পাদক বলেন, ‘এই অন্তর্বর্তী সরকার যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করছে, তাতে যত দেরি হবে, ততই সাধারণ মানুষের জীবনের সংকট ঘনীভূত হবে। চট্টগ্রাম বন্দরসহ নানা ধরনের যে ঘটনাগুলো হচ্ছে, সেটা দেশের স্বার্থে রক্ষিত হবে না, বিদেশের স্বার্থই রক্ষিত হবে। সুতরাং নির্বাচন এ বছরের মধ্যেই অনুষ্ঠিত করাটাই জরুরি বলে মনে করি। আমি আশা করব প্রথম উপদেষ্টা এই বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন কমিশনকে বলবেন।’

এ ছাড়া প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া দল এবং জোট এবং আন্দোলনকারী গণতান্ত্রিক শক্তির সঙ্গে কথা বলেই চূড়ান্ত হবে বলেও জানান রুহিন হোসেন প্রিন্স।