আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিরোধী দল বিএনপির মহাসচিবের একটি মন্তব্যের জবাবে বলেছেন, আওয়ামী লীগ কখনো খালি মাঠে গোল দেয়নি এবং কাউকে খালি মাঠে গোল দেওয়ার সুযোগও দেয়নি।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল বুধবার তাঁদের দলের এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘বিএনপির নেতাদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে হঠাৎ করে বিভিন্ন মামলা সামনে আনা হয়েছে। এর উদ্দেশ্য সরকার তাদের তৈরি করা সংবিধান অনুযায়ী একা একা খেলবে, গোল দিয়ে যাবে, প্রতিপক্ষ কেউ থাকবে না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বিবৃতি দিয়ে ওই বক্তব্যের জবাব দিয়েছেন। বিবৃতিতে তিনি বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা সর্বদা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। আওয়ামী লীগ বিশ্বাস করে, জনগণই ক্ষমতার একমাত্র উৎস। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র অথবা পেছনের দরজা দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেনি।’

বিএনপির আন্দোলনের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তথাকথিত আন্দোলনের নামে তাদের নেতা-কর্মীদের দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে আসছে। কিন্তু এসব অপরাধের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলেই গণমাধ্যমের সামনে তারা ‘বিরোধী দল দমন’-এর বানোয়াট অভিযোগ উত্থাপন করে থাকে।

ওবায়দুল কাদের বলেন, সরকার প্রতিহিংসাপরায়ণ নয় বলেই প্রচলিত আইন অনুযায়ী দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই মামলাগুলো পরিচালিত হয়ে আসছে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি একদিকে তাদের নেতা-কর্মীদের সন্ত্রাসের পথে ঠেলে দেয়, অন্যদিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিলেই বিরোধী দল দমনের তথাকথিত অভিযোগ তোলে। একদিকে তারা গণতন্ত্রে আস্থা না রেখে নির্বাচন বানচাল ও নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করে, অন্যদিকে সরকারের ওপর তারা দোষ চাপায়। তাদের এই দ্বিচারিতাই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশের প্রধান অন্তরায়।