কারও কাছে কোনো প্রত্যাশা করে লাভ নেই: আমীর খসরুর

আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

দেশে-বিদেশে সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ড তুলে ধরার কারণে তাদের ওপর চাপ আসছে—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীন নয়। কারও কাছে কোনো প্রত্যাশা করে লাভ নেই। একমাত্র পথ হচ্ছে এ সরকারকে বিদায় করতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলায় রায়ে যে সাজা হয়েছে, এর প্রতিবাদে আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া পরিষদ এক আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির এই নেতা বলেন, এটি বিচার বিভাগের রায়, সেটা কেউ বিশ্বাস করবে না। জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করে যারা বসে আছে, এটি তাদের রায়। পরিষ্কার কথা, যারা আইনের নামে বেআইনি কাজ করছে, তাদের রায়।

প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘রাষ্ট্রের যেসব অঙ্গ নিরপেক্ষভাবে কাজ করার কথা, রাষ্ট্র যদি সেভাবে পরিচালনা হয়, তাহলে ফ্যাসিস্টরা কখনো দায়িত্বে থাকতে পারে না। অনির্বাচিত সরকারের অস্তিত্ব থাকতে পারে না।’

সভায় সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সংগঠনটির বিভিন্ন শাখার নেতারা বক্তব্য দেন।