উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সমালোচনা গণতন্ত্র মঞ্চের

পরিচালনা পর্ষদের সভায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বৃদ্ধির সমালোচনা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ঢাকা, ১৮ এপ্রিলছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তাঁরা বলছেন, কালোটাকার মালিক ও দুর্বৃত্তদের সুবিধা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) এই সিদ্ধান্তের কারণে সৎ ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের পরিচালনা পর্ষদের সভায় জোটের নেতারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার প্রমুখ।

এ সময় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, যেখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনব্যবস্থা ধসে পড়েছে, তখন উপজেলা নির্বাচনে ১০ থেকে ১৫ গুণ জামানত বৃদ্ধির সিদ্ধান্ত নির্বাচনকে অর্থহীন করে তুলবে। ২০১৪, ২০১৮ এবং ২০২৪–এর নির্বাচনে দেশের জনগণ অংশগ্রহণ করেনি। উপজেলা নির্বাচনে প্রার্থীদের সেভাবে নিরুৎসাহিত করতেই সরকার এই কূটকৌশল গ্রহণ করেছে।

আরও পড়ুন