সাজানোর নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত: এবি পার্টি
বিরোধীদের সমাবেশ পণ্ড করে নেতাদের কারাগারে পাঠিয়ে সাজানো নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি পার্টি)। আজ রোববার দলটি নির্বাচন বর্জনের দাবিতে প্রচারপত্র বিলির শুরুতে কেন্দ্রীয় কার্যালয় বিজয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ অভিযোগ করেন।
সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আবদুল ওহাব মিনার বলেন, আওয়ামী লীগ বাকশালের মুখোশ বদল করে নতুন ছদ্মবেশ ধারণ করেছে। তাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি অভিযোগ করেন, গত ২৮ অক্টোবর বিরোধী দলের সমাবেশে গ্রেনেড মেরে, গুলি করে মানুষ হত্যা করে, নেতাদের কারাগারে পুরে একটি সাজানো নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার চক্রান্তে মেতে উঠেছে সরকার।
দলটির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, কিছু দালাল ভিড়িয়ে আওয়ামী লীগ লুটপাট অব্যাহত রাখার চক্রান্তে মেতে উঠেছে। এই নির্বাচন এই লুটেরা আর কালোবাজারিদের নির্বাচন। জনগণের মুক্তি না হওয়া পর্যন্ত এবি পার্টির আন্দোলন চলবে।
দলের যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগ নেতারা হয়েছে কোটিপতি আর দেশের মানুষ হয়েছে ফকির।
প্রচারপত্র বিলির কর্মসূচিতে আরও অংশ নেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বি এম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত প্রমুখ।