বিএনপি অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: এবি পার্টি

চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আজ এবি পার্টির নেতা-কর্মীরা রাজধানীতে মিছিল করেন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপি অংশ না নিলে সেই নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি, এখনো হবে না বলে মনে করে এবি পার্টি। আজ বুধবার বিকেলে রাজধানীর বিজয়নগরে হরতাল–অবরোধের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে এবি পার্টির নেতারা এসব কথা বলেন।

চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবি পার্টির নেতা–কর্মীরা রাজধানীর বিজয়নগর, নাইটিঙ্গেল, কাকরাইল, পুরানা পল্টন এলাকায় মিছিলও করেছেন।

বর্তমান সরকার অতীত স্বৈরশাসকদের অনুসরণ করে অর্থ ও আসনের বিনিময়ে বিভিন্ন দল ও ব্যক্তিকে প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করানোর মিশনে নেমেছে বলে অভিযোগ করেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান। বিজয়নগরে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, এই মিশন অতীতেও যেমন সফলতা পায়নি, বর্তমানেও ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ, বিএনপি ও আওয়ামী লীগ অংশ না নিলে সে নির্বাচন অতীতেও অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হয়নি, এখনো হবে না।

সরকার একদিকে বিরোধী দলগুলোর ওপর নজিরবিহীন নিপীড়ন চালাচ্ছে, অন্যদিকে সাজানো নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে বলেও অভিযোগ করেন মজিবুর রহমান। তিনি বলেন, একটি অপনির্বাচনে সরকারের গ্রহণযোগ্যতা তৈরি হওয়া তো দূরের কথা, বরং দেশকে একটি গভীর অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দেবে।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আওয়ামী লীগ সরকার তাদের যুবলীগ, ছাত্রলীগ দিয়ে গাড়ি পুড়িয়ে বিরোধী দলের নেতা–কর্মীদের ওপর দায় চাপাচ্ছে।

এবি পার্টির কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম সদস্যসচিব বি এন নাজমুল হক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত প্রমুখ।