রিমান্ডে নিয়ে নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে, অভিযোগ ছাত্রদলের

ছাত্রদলছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় গ্রেপ্তার নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি বলেছে, গ্রেপ্তার নেতা-কর্মীদের কাছ থেকে ইচ্ছেমতো স্বীকারোক্তি আদায়ের চেষ্টার কয়েক দিন পর তাঁদের আদালতে তোলা হচ্ছে।

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যরাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ‘ব্লক রেইডের’ নামে ছাত্রদলের নেতা-কর্মী ও সাধারণ ছাত্রদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা ও উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও সেগুলো মানা হচ্ছে না; বরং ছাত্রদলের নেতা-কর্মীদের উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। এ ধরনের নির্যাতন আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের সংবিধান ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। রিমান্ডের নামে নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশি-বিদেশি গণমাধ্যম ও দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।