গণতান্ত্রিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

যে আশা–আকাঙ্ক্ষা নিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই গণতান্ত্রিক অধিকারের আকাঙ্ক্ষা কেড়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে আজ রোববার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পর দলটির মহাসচিব এ মন্তব্য করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দুর্ভাগ্য আমাদের, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। সেই গণতন্ত্র আজ সম্পূর্ণভাবে নির্বাসিত হয়েছে। গণতন্ত্রের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে।’

দেশে মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার অধিকার নেই, লেখার অধিকার নেই বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফেরানোর আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য জেগে উঠেছে।

আজ বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়াকে মুক্ত করা ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় ও ২৭ দফা রাষ্ট্র সংস্কার আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আনার শপথ নিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।