দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে জামায়াতের মিছিল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মী ও সমর্থকেরা। রোববার রাজধানীর মিরপুর এলাকায়
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ রোববার সকালে রাজধানীর মিরপুর এলাকায় এ মিছিল করেন জামায়াতের নেতা–কর্মী ও সমর্থকেরা। আজকের এ বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করেছিল ঢাকা মহানগর উত্তর জামায়াত।

আজ সকালে মিরপুর–১ নম্বর গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর বিভিন্ন সড়ক হয়ে টেকনিক্যাল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষ করে টেকনিক্যালে পথসভা করে জামায়াত।

সংক্ষিপ্ত পথসভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের মন্ত্রীরা খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে জনগণের সঙ্গে নির্মম তামাশা শুরু করেছেন।

দলমত–নির্বিশেষে এই সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রেজাউল করিম। কারাবন্দী সব আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
জামায়াতের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, মাওলানা মুহিব্বুল্লাহ ও মুহাম্মদ জামাল উদ্দীন এবং ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মু. আতাউর রহমান সরকার, নাসির উদ্দীন প্রমুখ।