উপজেলা নির্বাচন করবেন বিত্তবানেরাই, সাধারণ মানুষ নয়: ওয়ার্কার্স পার্টি
উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা বাড়ানোর বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির নেতারা বলেছেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল বিত্তবান বা ধনীরাই নির্বাচন করতে পারবেন, সাধারণ মানুষ নয়।
আজ বৃহস্পতিবার সকালে দলের সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির নির্বাচন কমিটির সভায় এ কথা বলা হয়।
সভায় উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনা করে বলা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সাধারণ মানুষকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া থেকে নিরুৎসাহিত করা হবে। এতে কেবল বিত্তশালীরাই নির্বাচনে অংশ নিতে পারবেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার টাকার জায়গায় ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তারা জামানত বৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে ২০ ফেব্রুয়ারি। ইসির এই সিদ্ধান্তকে অযৌক্তিকই ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছে ওয়ার্কার্স পার্টি।
দলটি বলেছে, ‘যেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা, সেখানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ১ লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত ৭৫ হাজার টাকা নির্ধারণ করা কেবল অযৌক্তিকই নয়, উদ্দেশ্যপ্রণোদিত।’
ওয়ার্কার্স পার্টির সভায় আরও বলা হয় যে উপজেলা নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। এই নির্বাচনে জনগণ সাধারণভাবে আগ্রহী হয়ে থাকেন। সেখানে উপজেলা পরিষদকে জনগণের নাগালের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ওয়ার্কার্স পার্টির নির্বাচনসংক্রান্ত কমিটির এ সভায় উপস্থিত ছিলেন আনিছুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান, কামরূল আহসান, আলী আহমেদ, এনামুল হক, তপন দত্ত চৌধুরী প্রমুখ।