সরকার যত ভাগ চাইবে, ইসি তত ভাগ ভোট দেখাবে: লেবার পার্টি

ভোট বর্জন করে হরতালের সমর্থনে আজ রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে লেবার পার্টিছবি: সংগৃহীত

সরকার যত ভাগ চাইবে, নির্বাচন কমিশন তত ভাগ ভোট দেখাবে বলে অভিযোগ করেছে বাংলাদেশ লেবার পার্টি। দলটি বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জনগণ ভোট কেন্দ্রে যায়নি।

ভোট বর্জন করে হরতালের সমর্থনে আজ রোববার বেলা আড়াইটার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে লেবার পার্টি। সেখানে দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

সমাবেশের আগে পুরানা পল্টন ও প্রেসক্লাব এলাকায় মিছিল করে দলটির নেতা–কর্মীরা। এ সময় তাঁরা ‘অবৈধ নির্বাচন, ভোট দেয় নাই জনগণ’, ‘ভোট কেন্দ্র ফাঁকা কেন, শেখ হাসিনা জবাব চাই’সহ নানা ধরনের স্লোগান দেন।

আরও পড়ুনঃ

১০ ভোটারকে প্রকাশ্যে ভোট দেওয়ালেন নৌকার কর্মী

নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর লাঙ্গলের প্রার্থীর ভোট বর্জন

আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে: জি এম কাদের

ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই চলছে উল্লেখ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গণমাধ্যম ও অনলাইনে দেখেছি, বেলা সাড়ে ১১টার সময়ও অনেক ভোটকেন্দ্রে ১০টি, ১২টি, ১৫টি করে ভোট পড়েছে। কিন্তু সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের কাছ থেকে হয়তো শুনতে পাব ৭০ ভাগ বা ৮০ ভাগ ভোট পড়েছে। সরকার যত ভাগ চাইবে, নির্বাচন কমিশন তত ভাগ ভোট দেখাবে।’