জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে: সিপিবি

কমিউনিস্ট পার্টি (সিপিবি)

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, সংসদ নির্বাচনের ফল দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তাই এই নির্বাচনের ঘোষিত ফলাফলের ওপর নির্ভর করে সরকার গঠনের নৈতিক অধিকার কারও নেই।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটায়। শেষ হয় বিকেল চারটায়। ভোট গ্রহণ শেষ হওয়ার পর এক বিবৃতিতে এসব কথা বলেছে সিপিবি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন বিবৃতিতে বলেন, সরকারের জবরদস্তি, ভয়ভীতি ও লোভ-লালসা উপেক্ষা করে অধিকাংশ দেশবাসী ভোট বর্জন করায় তাদের অভিনন্দন। জনমত উপেক্ষা করে সরকার গঠিত হলে রাজনৈতিক সংকট তীব্র হবে।