ইভিএমে প্রথমবার ভোট দিলেন তিনি

আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সিটি করপোরেশনের কালুশাহ সড়ক এলাকার ভোটার খোকন হাওলাদার সকালেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন।

আলেকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর খোকন হাওলাদার তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ইভিএমে প্রথমবার ভোট দিলেন তিনি। ইভিএমে ভোট দিতে তাঁর কোনো সমস্যা হয়নি। ভোটের পরিবেশও ভালো।

সিটি করপোরেশনের কালুশাহ সড়ক এলাকার ভোটার খোকন হাওলাদার
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশনের গত নির্বাচন সীমিত পরিসরে ইভিএমে হয়েছিল। তবে এবার এই নির্বাচনে ১২৬টি কেন্দ্রের সব কটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।

এই সিটিতে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ আর নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। ৩০টি ওয়ার্ডের ৮৯৪টি ভোটকক্ষের প্রতিটিতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।