কারাগারে যাব, তবু এই সরকারের অধীনে নির্বাচনে যাব না

হরতালের সমর্থনে আজ সোমবার ঢাকার নয়াপল্টন এলাকায় মিছিল করেন গণ অধিকার পরিষদের (রেজা-ফারুক) একাংশের নেতারা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের অধীনে পাতানো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের (রেজা-ফারুক) একাংশের নেতারা। আজ সোমবার রাজধানীতে হরতালের সমর্থনে এক সংক্ষিপ্ত সমাবেশে তাঁরা এ ঘোষণা দেন। সমাবেশের আগে ঢাকার নয়াপল্টন, নাইটিঙ্গেল মোড়, বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় মিছিল করেন গণ অধিকার পরিষদের নেতা–কর্মীরা।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ফারুক হাসান বলেন, ‘এই সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে এমপি–মন্ত্রিত্বের অফার দিচ্ছে নির্বাচনে নিয়ে যাওয়ার জন্য। আমরা এই সরকারের অধীনে কোনো পাতানো নির্বাচনে যাব না।’

নির্বাচনে অংশ নেওয়ার জন্য সরকার তাঁদের ভয় দেখাচ্ছে অভিযোগ করে ফারুক হাসান বলেন, ‘আমি সরকারের গোয়েন্দা সংস্থাগুলোকে বলেছি, কারাগারে যাব, তবু এই সরকারের অধীনে নির্বাচনে যাব না।’

ক্ষমতাসীনেরা ‘পাগল’ হয়ে গেছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান। তিনি বলেন, ‘তারা বলছে, বিএনপি–জামায়াত নাকি ১০–১৫ বছর পর আর থাকবে না। বলতে চাই, আওয়ামী লীগ আর কয় মাস টেকে, সেটা নিয়ে আপনারা ভাবেন।’

গণ অধিকার পরিষদের নেতা মোজাম্মেল মিয়াজির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান, মাহবুব হোসেন, শিরিন আকতার প্রমুখ।