ভারতের ওয়াক্ফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন: চরমোনাই পীর
ভারতের পার্লামেন্টে পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ বিল মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে অবিলম্বে তা বাতিলের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়েছেন।
ওয়াক্ফ বিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রেজাউল করীম বলেন, এটি ভারতের সংবিধানবিরোধী এবং ফেডারেল কাঠামোর পরিপন্থী। বিলটি ভারতের মুসলমানদের আরও ক্ষমতাহীন ও নিরাপত্তাহীন করে তুলবে।
ইসলামী আন্দোলনের আমির মনে করেন, ভারতের মুসলমানদের নিঃস্ব করে তাঁদের সম্পত্তিতে সরাসরি হস্তক্ষেপ করার জন্যই ওয়াক্ফ বিল করা হয়েছে। ভারতের লোকসভায় ওয়াক্ফ বিল পাস মানবাধিকারের চরম লঙ্ঘন। এর মাধ্যমে মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। ভারতের এ বিল নতুন করে সংকট সৃষ্টি করবে। এ আইনের মাধ্যমে মুসলিমদের স্বার্থে চরমভাবে আঘাত করা হয়েছে।
রেজাউল করীম বলেন, ভারতের বিভিন্ন বিরোধী দল এবং মুসলমানদের প্রবল বিরোধিতার মুখে পাস হওয়া এই বিল জমি-জিরাতসংক্রান্ত মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা স্থাবর সম্পত্তির ওপর গুরুতর আঘাত। মুসলমানদের সম্পত্তিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় মোদি সরকার।
চরমোনাই পীর বলেন, এই বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামোর ওপরও বড় আঘাত এবং মুসলমান জনগোষ্ঠীর ধর্মাচরণের পরিপন্থী। এই বিলের মধ্য দিয়ে রাজ্যের অধিকার খর্ব করা হয়েছে।