ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)

জনগণের আর্থিক দুঃসময়ে ঢাকা ওয়াসার পানির মূল্যবৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি বলছে, ঢাকা ওয়াসার কাজের শ্বেতপত্র প্রকাশ, দুর্নীতিবাজদের শাস্তি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে সিপিবি।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, অন্যদিকে মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ সময় ঢাকা ওয়াসা পানির দাম বাড়ালে এই পথ ধরে দেশের বিভিন্ন অঞ্চলেও পানি ব্যবসায়ীরা পানির দাম বাড়াতে থাকবেন, যা জনজীবনকে আরও কঠিন করে তুলবে।

বিবৃতিতে নেতারা বলেন, কোনো প্রকার গণশুনানি ও যৌক্তিক কারণ ছাড়া ঢাকা ওয়াসা গত ১৬ বছরে ১৬ বার পানির দাম বাড়িয়েছে। এই পথ ধরে চট্টগ্রাম ও খুলনা ওয়াসাও পানির দাম বাড়িয়ে চলেছে। আগে কোনো কিছুকে কম দামে বা বিনা দামে বলতে গেলে বলা হতো ‘পানির দামে’। এখন সেটি আর নেই।

সিপিবির নেতারা বিবৃতিতে বলেন, ঢাকা ওয়াসা অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া, বিদেশ ভ্রমণ, অপচয় ও অপ্রয়োজনীয় টাকা খরচ করেই চলেছে। সর্বত্র দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে ক্ষমতাসীনেরা কোনো ভূমিকা না নিয়ে খরচ বাড়ছে বলে জনগণের কাঁধে পানির দাম বাড়িয়ে টাকা তুলে নিচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঢাকা ওয়াসাসহ সরকার পানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে সভা, সমাবেশ ও বিক্ষোভের মধ্য দিয়ে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রতিহত করা হবে।