গণ-আন্দোলনকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি গণতন্ত্র মঞ্চের আহ্বান
সরকার ও সরকারি দলের যাবতীয় কূটকৌশল ও উসকানি মোকাবিলা করে চলমান গণ-আন্দোলন বিজয় পর্যন্ত এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।
আজ শুক্রবার সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া প্রমুখ।
সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ১২ জুলাই বিরোধী দলগুলোর আন্দোলনের যৌথ ঘোষণার মধ্য দিয়ে আন্দোলন নতুন স্তরে প্রবেশ করেছে। যুগপৎ আন্দোলনের ১ দফা ও সংস্কারের ৩১ দফা বাংলাদেশের রাজনীতিতে নতুন গুণগত উপাদান যুক্ত করেছে। জবরদখলকারী সরকার ও জবাবদিহিহীন রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের জন–আকাঙ্ক্ষা ধারণ করেই যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।
সভা থেকে ১৮ জুলাই মহানগর ও জেলা পর্যায়ে এবং ১৮ ও ১৯ জুলাই ঢাকা মহানগরে পদযাত্রা সফল করার আহ্বান জানানো হয়।
সভার প্রস্তাবে ডেঙ্গু মোকাবিলা ও এর বিস্তৃতি রোধে সমন্বিত পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।