ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে জাতিসংঘকে এবি পার্টির স্মারকলিপি

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে জাতিসংঘের কাছে দাবি জানিয়ে স্মারকলিপি দেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রতিনিধিরা। মঙ্গলবার, জাতিসংঘের বাংলাদেশ দপ্তরেছবি: এবি পার্টির সৌজন্যে

সাধারণ ছাত্রছাত্রীদের ওপর নির্মম নির্যাতন ও অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে জাতিসংঘের কাছে দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ দাবিতে জাতিসংঘের বাংলাদেশ দপ্তরে স্মারকলিপি দিয়েছে দলটি।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এবি পার্টির একটি প্রতিনিধিদল এই স্মারকলিপি দেয়। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির পক্ষে মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান স্মারকলিপি গ্রহণ করেন।

এবি পার্টির তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা (মিলি), সদস্য ইরতিকা আহমেদ।

স্মারকলিপি প্রদান শেষে নাসরীন সুলতানা বলেন, সারা দেশে ছাত্রলীগের হাতে নারী নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গেস্টরুমে অমানবিক জুলুম, আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে মাঠে প্যারামিলিশিয়ার ভূমিকায় অবতীর্ণ হওয়া, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর হামলাসহ সব অপরাধ এক জায়গায় আনলে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের ব্যাপক মিল পাওয়া যায়। জাতিসংঘের দপ্তরে এ সবকিছু তুলে ধরে ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয়েছে।

এবি পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান বলেন, এ ধরনের মানবাধিকার লঙ্ঘন করার পরও দেশে বা বিদেশে নিরাপদে বসে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশের বিরুদ্ধে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আন্তর্জাতিক স্বীকৃতি চাওয়ার এটাই অন্যতম কারণ।

নাসরীন সুলতানা আরও বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি আমাদের বক্তব্য শুনেছেন, স্মারকলিপি গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যেহেতু বিষয়টি কার্যকর করতে সদস্যদেশগুলোরও ভূমিকা রয়েছে, সেগুলো বিবেচনা করতে হবে বলে তাঁরা জানিয়েছেন।’