যাত্রাবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আজ সোমবার বেলা পৌনে তিনটা, রাজধানীর যাত্রাবাড়ীতে
ছবি: প্রথম আলো

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এমন চিত্র দেখা যায়।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আরও পড়ুন

যাত্রাবাড়ীর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশেই সমাবেশের মঞ্চ স্থাপন করা হয়েছে। সড়কের মধ্যখানে মঞ্চ স্থাপন করায় আজ সকাল থেকে এই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা আড়াইটার দিকে দেখা যায়, সমাবেশস্থলে নেতা-কর্মীরা আসছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। মঞ্চের সামনের সড়কে কয়েক শ প্লাস্টিকের চেয়ার বসানো হয়েছে।

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ ঘিরে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।