মনজুরুল আহসান খানকে অব্যাহতি দিল সিপিবি

সিপিবির কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় দলের উপদেষ্টা পদ থেকে মনজুরুল আহসান খানকে স্থায়ী অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়ছবি: সংগৃহীত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পদ থেকে দলটির সাবেক সভাপতি মনজুরুল আহসান খানকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে দলে তাঁর সদস্যপদও ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ সোমবার দলের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিপিবির শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য দলের গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সদস্যপদ স্থগিত থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ উঠলে আবার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

তবে মনজুরুল আহসান খানের কোন কর্মকাণ্ডে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, সে সম্পর্কে সিপিবির সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। দলটির সূত্র থেকে জানা গেছে, সম্প্রতি একটি পত্রিকায় তিনি সিপিবির বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন। এ বিষয়টিই তাঁর বিরুদ্ধে দলের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ।

সিপিবির একাধিক সূত্র আরও জানিয়েছে, দলের পক্ষ থেকে মনজুরুল আহসানকে যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, সেই নোটিশের জবাবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা ও বিদ্বেষপ্রসূত’ বলে উল্লেখ করেছেন। মনজুরুল আহসান বলেছেন, ‘সত্য কথা বলে কীভাবে পার্টির শৃঙ্খলা ভঙ্গ করলাম, তা বুঝতে পারলাম না।’

দলটির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আজকের সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, এ এন রাশেদা, লক্ষ্মী চক্রবর্তী, মোতালেব মোল্লা প্রমুখ।