ভোট দিলেন অশীতিপর বিজয়া ও কমলা
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক সংলগ্ন ঢাকা গভ. মুসলিম হাই স্কুলে অশীতিপর দুজন ভোট দিতে এসেছেন। তাঁদের একজনের নাম বিজয়া রানী মজুমদার ও আরেকজনের নাম কমলা রানী দে।
আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে মেয়ের সঙ্গে ভোট দিতে আসেন কমলা রানী দে। ভোটকেন্দ্রে নিয়োজিত আনসার সদস্যরা স্লিপ দেখে তাঁকে বুথের দিকে নিয়ে যান। এরপর মেয়ে ও মা ভোট দেন। তিনি সূত্রাপুরে থাকেন। জন্ম ১৯৩৮ সালে।
এর আগে ভাইয়ের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিতে আসেন বিজয়া রানী মজুমদার। ভোট দেওয়ার পর তিনি বললেন, ‘ভোট দিতে ভালো লেগেছে।’
আরও পড়ুন
নৌকার সমর্থকেরা বলছেন, ‘তোমাদের টেবিল নিয়ে বসার দরকার নাই, উঠে যাও’
নৌকা ছাড়া কারও এজেন্ট দেখতে পাইনি: সিইসি
ব্যালট ছিনিয়ে শিল্পমন্ত্রীর ছেলের জাল ভোট, কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল
বিজয়া রানীর ভাই পাতলাখান লেনের বাসিন্দা বিমল দত্ত প্রথম আলোকে বলেন, তাঁর বোনের বয়স আশি বছর। গতকাল থেকেই বোন বলছে তাঁকে নিয়ে যেতে, ভোট দেবেন। এর আগে সকালে নিজে ভোট দিয়ে বোনকে ভোট দেওয়ার জন্য নিয়ে আসেন বলে জানান বিমল।
এই কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা দুই হাজার ৬২৭ জন। আর পুরুষ কেন্দ্রে ভোটারের সংখ্যা দুই হাজার ৮০১ জন।