পলোগ্রাউন্ডে যুবলীগের নেতাদের এত ব্যানার–পোস্টার কেন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি চট্টগ্রামে আসছেন। সভা করবেন নগরীর পলোগ্রাউন্ডে মাঠে। এ মাঠের আশপাশে নেতা–কর্মীদের ব্যানার আর পোস্টার ব্যানারের সমারোহ। এর মধ্যে বেশি চোখে পড়ছে যুবলীগের পদপ্রত্যাশীদের পোস্টার–ব্যানার। আজ রোববার সকালে এ চিত্র দেখা যায়।
নগর ও উত্তর জেলা যুবলীগের সম্মেলন হয়ে গেলেও এখনো কমিটি ঘোষণা করা হয়নি। কেন্দ্র থেকে এই কমিটি ঘোষণা করার কথা রয়েছে। এ জন্য কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের জন্য দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে উপলক্ষ করে তাই নিজেদের প্রচার চালাচ্ছেন।
পলোগ্রাউন্ড মাঠের প্রবেশপথে বিশাল ব্যানার তুলেছেন নগর যুবলীগের সভাপতি প্রার্থী এম আর আজিম। এ ছাড়া নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম, উত্তর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী আবুল বশর, নগরের সাধারণ সম্পাদক প্রার্থী দেবাশীষ পাল তাদের ব্যানার টানিয়েছেন।
এ ছাড়া যুবনেতা পরিচয় দিয়ে ফরহাদুল ইসলাম, তুষার ধর, জয়নাল আবেদিন তাঁদের নাম ও ছবি–সংবলিত ব্যানার–পোস্টার টানিয়েছেন।
যুবলীগ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের রাজনীতি শুরু করেছেন নগর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ও ফরিদ মাহমুদ। জনসভাস্থলসহ আশপাশে তাঁদের ব্যানার–পোস্টার চোখে পড়েছে।
পলোগ্রান্ডের আশেপাশে না হলেও নগরের একাধিক স্থানে যুবলীগের নেতাদের তোরণও চোখে পড়ছে।