ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশালমিছিল, ‘একতরফা তফসিল’ প্রত্যাখ্যান

সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট টিএসসির সামন থেকে মিছিল বের করে। ঢাকা, ১৫ নভেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ‘একতরফা’ ও ‘ভোট ডাকাতির’ তফসিল আখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। তফসিল ঘোষণার পরই বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে থেকে মিছিল বের করে।

আজ সন্ধ্যা সাতটার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল প্রত্যাখ্যান করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টিএসসি ভবনের সামনে থেকে মশাল মিছিল বের করে বাম সংগঠনগুলোর নেতা-কর্মীরা।

মিছিলে ‘একতরফা তফসিল, জনগণ মানে না’, ‘ভোট ডাকাতির তফসিল, জনগণ মানে না’, ‘অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে’—প্রভৃতি বলে স্লোগান দেওয়া হয়। তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনেও স্লোগান দেওয়া হয় এই মিছিলে।

মশাল মিছিল কর্মসূচির ব্যানারে লেখা ছিল ‘আওয়ামী ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা প্রত্যাখ্যান করুন’ এবং ‘অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগ করতে হবে’। মিছিলটি নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে কাঁটাবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়৷

বাম ছাত্রসংগঠনগুলোর এই কর্মসূচির নেতৃত্ব দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্ক্সবাদী) সভাপতি সালমান সিদ্দিকী, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি রাগীব নাঈম ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক।