বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে আজ সোমবার জাতিসংঘের ঢাকা আবাসিক দপ্তরে সাক্ষাৎ করে এবি পার্টির প্রতিনিধিদল
ছবি: সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে জাতিসংঘের ঢাকা আবাসিক দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রক্রিয়া, নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তা এবং এবি পার্টির রাজনৈতিক অবস্থানসহ নানা বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

বৈঠকে এবি পার্টির নেতারা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বারবার প্রমাণিত হয়েছে যে দলীয় সরকার কখনোই বিশ্বাসযোগ্য ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না। ঢাকা-১৭ আসনের সাম্প্রতিক উপনির্বাচন প্রমাণ করেছে, বর্তমান সরকারের অধীনে কোনো অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিরোধী দলগুলোর বিক্ষোভ ও সমাবেশের সময় দেশজুড়ে মানবাধিকার লঙ্ঘন এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বিষয়ে দলীয় উদ্বেগ তুলে ধরেন এবি পার্টির নেতারা। ডিজিটাল নিরাপত্তা আইন রোহিত করে সাইবার নিরাপত্তা আইন করার বিষয়ে তাঁরা বলেন, এটি চোখে ধুলা দেওয়ার একটি অপপ্রয়াস।

গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাতের সময় এবি পার্টির প্রতিনিধিদলে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্যসচিব মজিবুর রহমান, যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, যোবায়ের আহমেদ ভূঁইয়া এবং সহকারী সদস্যসচিব ও মহিলাবিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা।