সব মামলায় বিএনপির জহির উদ্দিন স্বপনের জামিন
আরও তিনটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপন।
ঢাকার মহানগর দায়রা জজ আদালত আজ বুধবার এই জামিন মঞ্জুর করেন।
জহির উদ্দিন স্বপনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবরের পর বিএনপির মিডিয়া সেলের সমন্বয়ক জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে সাতটি মামলা দায়ের করেছিল পুলিশ। আগে তিনি পৃথক চারটি মামলায় জামিন পেয়েছিলেন। আজ বুধবার তিনি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে আরও তিনটি মামলায় জামিন পেয়েছেন।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন বলেন, জহির উদ্দিন স্বপন সব মামলায় জামিন পেয়েছেন। তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
গত ২ নভেম্বর গুলশান এলাকা থেকে জহির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন পল্টন থানার করা পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যা মামলায় তাঁকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।