বিএনপি এবার রাজনৈতিক টোকাইদের ওপর ভর করছে: তথ্যমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি রাজনৈতিক টোকাইদের ওপর ভর করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘গতবার (গত নির্বাচনের সময়) বিএনপি হেভিওয়েট রাজনীতিক ড. কামাল হোসেনকে হায়ার করেছিল। তিনি হায়ারে খেলতে গিয়ে ভালো খেলেননি। বিএনপি তখন মাত্র সাতটি আসন পেয়েছিল।’
তথ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে এবার দেখা যাচ্ছে, বিএনপি আণুবীক্ষণিক দলের ওপর ভর করছে। রাজনৈতিক টোকাই যারা, তাদের ওপর ভর করছে। তারা বিভিন্ন মোর্চা গঠন করেছে। মনে হয় ৫১ থেকে ৫২টি দল।
সাংবাদিকেদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ৫২টি দলের নাম বলতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করুন। তিনি তা বলতে পারলে তাঁকে ধন্যবাদ দেওয়া হবে।