লেবার পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা। মোস্তাফিজুরের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিভীষিকাময় ঘটনার বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি।
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইনবিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ করেন। অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ।
ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
জিডিতে ফুয়াদ হোসেন বলেছেন, ‘গত রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ও তাঁর পরিচিত কনিষ্ঠ শিক্ষার্থী মিজানুর রহমান লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের একটি অনুষ্ঠানের বক্তব্যের ভিডিও দেখেন। ওই ভিডিওতে মোস্তাফিজুর বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিভীষিকাময় ঘটনার বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, যা ইতিহাসবিকৃতি ও রাষ্ট্রদ্রোহের শামিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মানুষ প্রতিবাদ করে। মোস্তাফিজুর রহমানের ওই বক্তব্য সরকার, রাষ্ট্র ও বাংলাদেশের প্রতিটি নাগরিককে চরমভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করে।’
এ অভিযোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তাদের মতামত ও পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।